বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়োগ চলছে ২০২৩ ইং। Bangladesh Air Force Modc job circuler 2022 | Air Force job curcular | বিমান বাহিনী চাকরী

বাংলাদেশ বিমান বাহিনীতে

এমওডিসি (এয়ার) নিয়োগ চলছে

(মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি)

এন্ট্রি নং ৫১ 

এমওডিসি (জিডি) এমওডিসি (ক্লার্ক) ট্রেড

যোগদানের সম্ভাব্য তারিখ: ০২ এপ্রিল ২০২৩

 ২৪ নভেম্বর ২০২২ থেকে ০৩ ডিসেম্বর ২০২২।

বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন, বিমান বাহিনী মাঠে কি কি হয়, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২, বিমান বাহিনীতে কি কি যোগ্যতা লাগে, বিমান বাহিনী ভাইভা, বিমান বাহিনী নিয়োগ ২০২৩, বিমান বাহিনীর বেতন কত, বিমান বাহিনীর ট্রেনিং, বিমান বাহিনীর মেডিকেল, আর্মি নিয়োগ ২০২৩, সেনাবাহিনী নিয়োগ ২০২৩, নৌবাহিনী নিয়োগ ২০২৩, Air force job circular 2023, Army job circular 2023, Navy job circular 2023, Defence job circular 2023, Government job 2023,


প্রার্থীর যোগ্যতা

নাগরিকত্ব : বাংলাদেশী পুরুষ নাগরিক।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-.০০ (উভয় ট্রেড এর জন্য)

বৈবাহিক অবস্থা : অবিবাহিত।

বয়স : ১৬ হতে ২১ বৎসর (০২ এপ্রিল ২০২৩ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় :

উচ্চতাঃ কমপক্ষে - (১৭২.৭২ সেমি)

বুকের মাপ: স্বাভাবিকঃ কমপক্ষে ৩০ ইঞ্চি। প্রসারণঃ ন্যূনতম ইঞ্চি

ওজন: বয়স উচ্চতা অনুযায়ী

চোখ: / এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)

 

প্রার্থীর অযোগ্যতা

১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত।

২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত

৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত

 

পরীক্ষার বিষয়

বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের), ডাক্তারী পরীক্ষা মৌখিক পরীক্ষা।

বিঃ দ্রঃ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ইত্যাদি) এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ

প্রয়োজনীয় ছবি অন্যান্য সনদ

১।সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি

২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।

৩। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট কলারসহ হতে হবে) ৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ

৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।

৬। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

৭। প্রযোজ্য ক্ষেত্রে দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি

 

সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলী

অনলাইন পদ্ধতিতে সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login’ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে সঠিকতা যাচাই করে পূরণ করতে হবে। ছবিসহ আবেদন ফরম পূরণ শেষে চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারী রিভিউ বা নিরীক্ষণের সুযোগ পাবেন। নিরীক্ষণে পূরণকৃত কোন তথ্য ভুল দেখা গেলে ভুল তথ্যগুলো সংশোধন করে চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। চূড়ান্তভাবে সাবমিট করার পর আবেদন ফরমের কোন তথ্য পরিবর্তন সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না। চূড়ান্তভাবে সাবমিট বা দাখিলকৃত আবেদনপত্রটি ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করতে হবে। মোবাইল আইডি পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে কেউ না পেয়ে থাকলে আবেদনের ২৪ ঘন্টার মধ্যে helpdesk@baf.mil.bd -তে ইমেইল করে জানাতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অনলাইন আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হবার পর ০৪ ডিসেম্বর ২০২২ তারিখে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে। প্রবেশপত্রটি ডাউনলোড করতে মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত একই ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা ‘Login’ করতে হবে।

অনলাইনে আবেদনের সময়সীমা

২৪ নভেম্বর ২০২২ থেকে ০৩ ডিসেম্বর ২০২২। *শর্ত প্রযোজ্য

 

হুঁশিয়ারি

বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ স্থান অনুযায়ী ইউনিফরম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী রিক্রুটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেনসহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা যেতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্তসহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত না হতে হুঁশিয়ার করা হলো

 

এমওডিসি (এয়ার) হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমুহ

 

বেতন ভাতা:               প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ,৮০০/-

প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতাদি

উচ্চ শিক্ষা :                     বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ

জাতিসংঘ মিশন :       জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ

সন্তানদের অধ্যয়ন : সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড            অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে, এমআইএসটি, ক্যাডেট কলেজ বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল কলেজে (বাংলা ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)- অধ্যয়নের সুযোগ

বাসস্থান :           নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ

রেশন :                ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ

যাতায়াত :       বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান/হেলিকপ্টার/বাসযোগে যাতায়াতের সুযোগ

চিকিৎসা:           সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ।


পরীক্ষা কেন্দ্র

বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

পরীক্ষার তারিখঃ এমওডিসি (জিডি)

জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরঃ

১৩ ফেব্রু ২৩

কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, শরিয়তপুর, ময়মনসিংহ, জামালপুরঃ

১৬ ফেব্রু ২৩

শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়াঃ

২০ ফেব্রু ২৩

নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জঃ

২২ ফেব্রু ২৩

 বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাটঃ

২৩ ফেব্রু ২৩

 ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গাঃ

২৭ ফেব্রু ২৩

বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জঃ

০১ মার্চ ২৩


পরীক্ষার তারিখঃ এমওডিসি (ক্লার্ক)

ঢাকা (সকল জেলা)

 

০২ মার্চ ২৩

 

চট্টগ্রাম (সকল জেলা)

সিলেট (সকল জেলা)

শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লেখিত বিভাগ/জেলার প্রার্থীগণ আবেদন করুন।

পরীক্ষা গ্রহণের সময় : সকাল ০৮০০ ঘটিকা

সকল নিয়ম শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে

সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে

রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।

বিস্তারিত তথ্য যোগাযোগের জন্য: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

বিস্তারিত তথ্য অনলাইন আবেদনের জন্যঃ https://joinairforce.baf.mil.bd, Help Desk: 01769-990880 (8AM-3PM), Email: helpdesk@baf.mil.bd, Follow us : facebook.com/baf.mil.bd



আরো দেখুনঃ

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২২ সালের বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 


   ✅বাংলাদেশ বিমান বাহিনী/ সেনাবাহিনীর/ নৌবাহিনী ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সাজেশনঃ


✅ডিফেন্স ভর্তি পরিক্ষার জন্য কোন বইটি পড়বেন?


✅বাংলাদেশ পুলিশ কনস্ট্রেবল নিয়োগ ২০২২ ইং


✅ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি তে নিয়োগ ২০২২ইং


✅বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের সর্তাবলিঃ 


✅বাংলাদেশ বিমান বাহিনীতে অফিস্যার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ইং


✅বাংলাদেশ সেনাবাহিনীতে অফিস্যার নিয়োগ ২০২২ ইং 


✅বাংলাদেশ নৌবাহিনীতে অফিস্যার ক্যাডেট ২০২৩ ব্যাচ  এ নিয়োগ ২০২২ ইং





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url