বাংলাদেশ বিমান বাহিনী তে চাকরি | Job in Bangladesh Air Force | বিমানসেনা/Airmen

📢🔍বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির জন্য কি কি লাগে?  



নিয়োগ-বিমানসেনা 

🔴 শিক্ষাগত যোগ্যতা 


টেকনিক্যাল ট্রেড (পুরুষ): এসএসসি তে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান

নন-টেকনিক্যাল ট্রেড (পুরুষ): এসএসসি তে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান

এমটিওএফ (পুরুষ): এসএসসি তে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.০/সমমান

প্রভোস্ট (পুরুষ ও মহিলা): এসএসসি তে যেকোনো শাখায় জিপিএ ৩.৫/সমমান

চিকিংসা সহকারী (পুরুষ ও মহিলা): এসএসসি তে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান

পিএফএন্ডডিআই (পুরুষ ও মহিলা): এসএসসি তে যেকোনো শাখায় জিপিএ ৩.৫/সমমান

আইটি সহকারীঃ এসএসসি তে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান


🔴নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহ 


টেকনিক্যাল ট্রেড (পুরুষ) : আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গনিত।  পরবর্তীঃ সাস্থগত ও মৌখিক পরীক্ষা 


নন-টেকনিক্যাল ট্রেড (পুরুষ): আই কিউ, ইংরেজি, ও সাধারন জ্ঞান ।  পরবর্তীঃ সাস্থগত ও মৌখিক পরীক্ষা 


এমটিওএফ (পুরুষ): আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গনিত।  পরবর্তীঃ সাস্থগত ও মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা। 


প্রভোস্ট (পুরুষ ও মহিলা): আই কিউ, ইংরেজি, ও সাধারন জ্ঞান।   পরবর্তীঃ  শারীরিক দক্ষতা যাচাই, সাস্থগত ও মৌখিক পরীক্ষা 


চিকিংসা সহকারী (পুরুষ ও মহিলা): আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, গনিত ও জীববিজ্ঞান ।  পরবর্তীঃ সাস্থগত ও মৌখিক পরীক্ষা। 



পিএফএন্ডডিআই (পুরুষ ও মহিলা): আই কিউ, ইংরেজি, ও সাধারন জ্ঞান।   পরবর্তীঃ  শারীরিক দক্ষতা যাচাই, সাস্থগত ও মৌখিক পরীক্ষা 

আইটি সহকারীঃ  আই কিউ, ইংরেজি, পদার্থ ও গনিত।   পরবর্তীঃ  সাস্থগত ও মৌখিক পরীক্ষা  ও ব্যবহারিক।



🔴বিশেষ যোগ্যতা 


টেকনিক্যাল ট্রেড (পুরুষ): যেকোনী স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 

নন-টেকনিক্যাল ট্রেড (পুরুষ):  আন্তর্জাতিক/ জাতীয়/ বিভাগীয় ও জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

এমটিওএফ (পুরুষ):  হালকা/ ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

প্রভোস্ট (পুরুষ ও মহিলা): বিশেষ শর্ত পূরণ কারী এবং চৌকস চালচলনের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে 

চিকিংসা সহকারী (পুরুষ ও মহিলা):  MATS হতে চার বছর মেয়াদি MATC সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে 

পিএফএন্ডডিআই (পুরুষ ও মহিলা): বিশেষ শর্ত পূরণ কারী এবং চৌকস চালচলনের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে 


আইটি সহকারীঃ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট সমূহ থেকে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে 


🔴অন্যান্য যোগ্যতা


জাতীয়তা     : বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক। 


বয়স             : সকল ট্রেডঃ ১৬-২১ বছর (বয়সের ক্ষেত্রে ৷ হালনাগাদ গ্রহণযোগ্য নয়। 


এমটিওএফঃ সর্বোচ্চ ২৪ বছর    


চিকিৎসা সহকারীঃ MATS সম্পন্নকারী পার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর। 


বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)


উচ্চতা (পুরুষ)   :   সকল ট্রেডঃ নূন্যতম ৫ ফুট ৪ ইঞ্চি। 

                   পিএফএন্ডডিআই ও প্রভোস্টঃ  নূন্যতম ৫ ফুট ৮ ইঞ্চি। 


উচ্চতা (মহিলা) : চিকিৎসা সহকারীঃ নূন্যতম ৫ ফুট

                       পিএফএন্ডডিআই ও প্রভোস্টঃ  নূন্যতম ৫ ফুট ৩  ইঞ্চি। 


ওজন          :       বয়স ও উচ্চতা অনুযায়ী। 


বুকের মাপ (পুরুষ):  নুন্যতম ৩০ ইঞ্চি, প্রশারন ২ ইঞ্চি 


বুকের মাপ (মহিলা): নুন্যতম ২৮  ইঞ্চি, প্রশারন ২ ইঞ্চি 


চোখ          : ৬/৬ সাভাবিক দৃষ্টি সম্পন্ন। 




🔴অযোগ্যতা 

১। সেনা/ নৌ / বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/ অপসারিত/ সেচ্ছায় পদত্যাগ গ্রহন। 


২। যেকোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 

৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত। 




সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। 


🔴অনলাইনে আবেদন এর নিয়মাবলী


অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladesbairforce.mil.bd Website এ Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/- (দুইশত টাকা) পরিশোধ হলে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরন করা হবে।  এয় ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে Login- এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরন ও প্রিন্ট করতে হবে।  এর পর উক্ত আবেদন পত্র প্রাথমিক লিখিত পরিক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যয়িত ফটোকপি বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। 



🔴বিশেষ সুযোগ সুবিধা



বেতন ও ভাতা      :  প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৯ হাজার টাকা।  এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্ম, পোশাক ও চিকিৎসাসহ সকল  ব্যায় বহন করা হবে ।  প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন-ভাতাদি প্রাপ্ত হবে ।। 


বিদেশ গমন  : পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ 


উচ্চ শিক্ষা : বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ 


জাতিসংঘ মিশন  :জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ 


বাংলাদেশ দূতাবাস  : বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমুহে  নিয়োগ প্রাপ্তির সুযোগ। 


সন্তানদের অধ্যায়ন : সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি,  বি ইউ পি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ,  এমআইএসটি,  ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজ (বাংলা ও ইংরেজি ভার্সন)  এবং (ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে)  অধ্যায়নের সুযোগ। 


বাসস্থান : নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুস্থিত বাসস্থানের সুযোগ। 


রেশন : ভর্তুকি মূল্যে  রেশন প্রাপ্তির সুযোগ। 


 যাতায়াত : বিমান বাহিনীর ঘাঁটি থেকে অন্য ঘাটিগে  সপরিবারে বিমানবাহিনীর হেলিকপ্টার  করে যাতায়াতের সুযোগ। 


চিকিৎসা :  সামরিক হাসপাতালে নিজের স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুযোগ, প্রয়োজনে বিদেশে চিকিৎসার পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা-মাতা ও শশুড় শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ। 


হুশিয়ারি

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা হিসেবে কেবলমাত্র সংবাদপত্র এবং বিমানবাহিনী ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী ইইউনিফর্ম পরিহিত  রেক্রুটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়।  ভর্তির ব্যাপারে যেকোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে কেউ আর্থিক লেনদেন বা কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন।  ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন,  ভুয়া ঠিকানা,  অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমানবাহিনীর ভর্তির তথ্য উদ্ভাবিত হলে চাকরিতে যে কোনো পর্যায়ে আইনের আওতায়  এনে প্রার্থীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে


🔴রিক্রুটমেন্ট পরিদপ্তরঃ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা ১২১৫ ।




✅বাংলাদেশ বিমান বাহিনী/ সেনাবাহিনীর/ নৌবাহিনী ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সাজেশনঃ


✅ডিফেন্স ভর্তি পরিক্ষার জন্য কোন বইটি পড়বেন?


✅বাংলাদেশ পুলিশ কনস্ট্রেবল নিয়োগ ২০২২ ইং


✅ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি তে নিয়োগ ২০২২ইং


✅বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের সর্তাবলিঃ 


✅বাংলাদেশ বিমান বাহিনীতে অফিস্যার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ইং


✅বাংলাদেশ সেনাবাহিনীতে অফিস্যার নিয়োগ ২০২২ ইং 


✅বাংলাদেশ নৌবাহিনীতে অফিস্যার ক্যাডেট ২০২৩ ব্যাচ  এ নিয়োগ ২০২২ ইং


✅ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ নিয়োগ ২০২২ ইং


✅ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ ফিল্ড অফিসার পদে নিয়োগ ২০২২ ইং 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url