মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল। (একটি উর্দু কবিতার অনুবাদ)
মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল
(একটি উর্দু কবিতার অনুবাদ)
তোমার পালকি উঠল, আমার খাটিয়া উঠলো,
ফুল তোমার ওপরেও ঝরল, ফুল আমার উপরও ঝরল।
তফাৎ শুধু এই টুকুই ছিলো।
তুমি সেজে গেলে, আমাকে সাজিয়ে নিয়ে গেল।
তুমি নিজের ঘর চললে
আমিও নিজের ঘরেই চললাম।
তফাৎ শুধু এই টুকুই ছিল
তুমি নিজেই উঠে গেলে
আমাকে উঠিয়ে নিয়ে গেল।
মাহফিল ওখানেও ছিল,
লোকজন এখানেও ছিল।
তফাৎ শুধু এই টুকুই ছিল,
ওখানে সবাই হাসছিল
এখানে সবাই কাঁদছিল।
কাজী ওখানেও ছিলো,
মৌলবী এখানেও ছিল।
দুটো আয়াত তোমার জন্যও পড়লো,
দুটো আয়াত আমার জন্যও পড়লো।
তোমায় বিয়ে পড়ালো,
আমায় জানাজা পড়ালো
তফাৎ শুধু এই টুকুই ছিল
তোমাকে করল আপন
আমাকে করলো দাপন।
ধন্যবাদ..