কাক ও কোকিলের দোস্তি
কাক ও কোকিলের দোস্তি
কাকদের
থেকে তাল রেখে কোকিল দের ও প্রজনন কাল মার্চ থেকে আগস্ট , তবে মে থেকে
জুলায় মাসেই বেশি । কোকিলের ডিম হুবহু কাকের ডিম এর দেখতে । তবে তা আকারে একটু ছোট । এর রঙ সবুজাত, ধুসরের উপর লালচে । কোকিলের ডিম আগে ফোটে ১৩-১৪ দিনে ।পাতি কাকের ১৬-১৭ দিনে আর দাড়কাকের ১৮-২০ দিনে । আগে ফোটার জন্য খাদ্যের বড় ভাগ টা এদের জুটে বেশি । কাকের ছানারা উপোসী থাকে। এছাড়া ও দেখা যায় একটু বড় হয়ে বাইরে এলে বাড়তি খাবার স্ত্রী বাবা ছিট কোকিল এনে খাওয়ায় । এই সময়ে কোকিল ছানা কাকের ভাষায় কর্কস গলায় কা-আ-আ ডাকে । আশ্চর্য লাগে এই ছানা অবস্থায় কোকিল কাকের আনা পচা গলা মাছ মাংস , নাড়ি ভুড়ি ইত্যাদি খেয়ে পরিপুষ্ট হয় । কিন্তু কোকিল ছানা বড় হয়ে এই ধরনের খাদ্য খায় না । পাতি কাক বা দাড়কাকের বাসায় ডিম পাড়া ছাড়া ও কোকিল সময়ে সময়ে বেনে-বো ও শালিকের বাসাতে ও ডিম পেড়ে থাকে ।
জুলায় মাসেই বেশি । কোকিলের ডিম হুবহু কাকের ডিম এর দেখতে । তবে তা আকারে একটু ছোট । এর রঙ সবুজাত, ধুসরের উপর লালচে । কোকিলের ডিম আগে ফোটে ১৩-১৪ দিনে ।পাতি কাকের ১৬-১৭ দিনে আর দাড়কাকের ১৮-২০ দিনে । আগে ফোটার জন্য খাদ্যের বড় ভাগ টা এদের জুটে বেশি । কাকের ছানারা উপোসী থাকে। এছাড়া ও দেখা যায় একটু বড় হয়ে বাইরে এলে বাড়তি খাবার স্ত্রী বাবা ছিট কোকিল এনে খাওয়ায় । এই সময়ে কোকিল ছানা কাকের ভাষায় কর্কস গলায় কা-আ-আ ডাকে । আশ্চর্য লাগে এই ছানা অবস্থায় কোকিল কাকের আনা পচা গলা মাছ মাংস , নাড়ি ভুড়ি ইত্যাদি খেয়ে পরিপুষ্ট হয় । কিন্তু কোকিল ছানা বড় হয়ে এই ধরনের খাদ্য খায় না । পাতি কাক বা দাড়কাকের বাসায় ডিম পাড়া ছাড়া ও কোকিল সময়ে সময়ে বেনে-বো ও শালিকের বাসাতে ও ডিম পেড়ে থাকে ।
…..মোঃ আবদুল্লাহ
আল মহিন ।